মরু ক্ষয়চক্র বা শুষ্কতার ক্ষয়চক্র (Arid cycle of Erosion) কী? শুষ্ক ক্ষয়চক্রের আদর্শ অবস্থা গুলি কী কী?

মরু ক্ষয়চক্র বা শুষ্কতার ক্ষয়চক্র (Arid cycle of Erosion)


মরু ক্ষয়চক্র
মরু ক্ষয়চক্র

মরু ক্ষয়চক্র বা শুষ্কতার ক্ষয়চক্র (Arid cycle of Erosion) কী?

    মরু ও মরুপ্রায় অঞ্চলের কোনো উত্থিত উচ্চভূমি আবহবিকার, বায়ু ও জলধারার মিলিত কার্যে প্রাথমিক অবস্থা থেকে কতকগুলি পর্যায়ের মধ্য দিয়ে সমতলভূমি বা পেডিপ্লেনে পরিণত হলে তাকে শুষ্কতার ক্ষয়চক্র বলে। 

উল্লেখ্য- 1905 খ্রী W.M Davis প্রথম শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্রের ধারণা দেন। এবং 1948 খ্রী L.C King মরু ক্ষয়চক্রের পাদ সমতলীকরণ মতবাদটি প্রকাশ করেন।

শুষ্ক ক্ষয়চক্রের আদর্শ অবস্থা গুলি কী কী? 

1. মরু ক্ষয়চক্রের প্রাথমিক শর্ত হল বৃষ্টিহীন শুষ্ক মরু পরিবেশ (বার্ষিক গড় 25 সেন্টিমিটার এর কম বৃষ্টি)

2. এই ক্ষয়চক্রের আদর্শ ভূভাগ হল- পর্বতবেষ্টিত শুষ্ক মালভূমি, শুষ্ক অববাহিকা বা বোলসন, শুষ্ক উচ্চভূমি (দক্ষিণ আফ্রিকার সাভানা, উত্তর-পশ্চিম আমেরিকা যুক্তরাষ্ট্র, উত্তর পশ্চিম আফ্রিকা, পশ্চিম অস্ট্রেলিয়া)

3. এই ক্ষয়চক্রে বায়ু ও জলধারা ভূমিরূপ পরিবর্তনে সমান অংশ নেয়।

4. অনুগামী নদী দ্বারা বহুস্থানীয় ক্ষুদ্র ক্ষুদ্র অববাহিকার সৃষ্টি হবে।

5. অববাহিকার মধ্যে সংযোগকারী কোন নদী থাকবে না।

6. নদীগুলির দৈর্ঘ্য ভিন্ন হবে। কিছু কিছু নদী প্রবাহপথে শুকিয়ে যাবে। কয়েকটি নদী উপত্যকার পাদদেশ পর্যন্ত পৌঁছাবে। এই ক্ষয়চক্রের স্থানীয় ক্ষয়সীমা হবে উপত্যকার পাদদেশের অস্থায়ী হ্রদ বা প্লায়া।

7. ভৌম জলপীঠ হবে এই ক্ষয়চক্রের স্থায়ী ক্ষয়সীমা।

8. বৃষ্টিপাত বেশি হবে না যাতে উপত্যকা জলমগ্ন হয় বা ছাপিয়ে যায়।

9. অঞ্চলটির বাষ্পীভবন মাত্রা হয় অত্যধিক, যাতে ভূমিভাগ খুব রুক্ষ থাকবে ও সহজে ক্ষয়চক্র সম্পন্ন হবে।


Post a Comment (0)
Previous Post Next Post

Random Products