মহাবিস্ফোরণ তত্ত্ব (Big Bang Theory):
• প্রবক্তা: মার্কিন পদার্থবিদ এডউইন হাবল (1924 খ্রী:)
• মূল বক্তব্য: একটি অসীম ভরযুক্ত প্রায় শূন্য বস্তু থেকে
বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের যাবতীয় বস্তুর সৃষ্টি।
• তত্ত্বের বর্ণনা:
1. 1370 কোটি বছর আগে মহাবিশ্বের সমস্ত বস্তুও শক্তি প্রচণ্ড তাপ ও
চাপের সাথে একটি "কসমিক এগ" বা "মহাজাগতিক ডিম্ব"- এর মধ্যে
পুঞ্জীভূত ছিল।
2.
এটি ছিল অতি উষ্ণ এবং ঘনত্ব ছিল খুব বেশি।
3.
পরে এটি ক্রমাগত শীতল ও প্রসারিত হতে থাকে।
4.
ফলে একসময় অত্যন্ত স্ফীত এগ এর মধ্যে প্রবল বিস্ফোরণ ঘটে। একে Big Bang বলে।
5. Big Bang এর পর এক সেকেন্ডের ভগ্নাংশের কম সময়ের মধ্যে আয়তন বৃদ্ধি
ছিল অতি দ্রুত।
6.
তারপর বৃদ্ধি মন্থর হয়ে যায়।
7. Big Bang ঘটার পর প্রথম তিন মিনিটের মধ্যে প্রথম পরমাণু গঠন শুরু
হয়।
8. Big Bang থেকে তিন
লক্ষ বছরের মধ্যেই উষ্ণতা প্রায় 4500 Kতে নামে ও পারমাণবিক পদার্থের সৃষ্টি হয়।
• সৃষ্টির আদিতে মহাবিশ্ব:
i.
এই তত্ত্বানুযায়ী সৃষ্টির আদিতে মহাবিশ্ব ছিল আয়তনে ছোটো।
ii.
গ্যালাক্সি গুলি খুব কাছাকাছি অবস্থান করতো।
iii.
সময় পরে মহাবিশ্ব প্রসারণের সাথে সাথে গ্যালাক্সিগুলি ও প্রসারিত হয়েছে।
• সমালোচনা: মহাবিশ্ব অনন্তকাল প্রসারিত হবে, নাকি আবার সংকুচিত হবে তা নিয়ে বিজ্ঞান মহলে মতভেদ আছে-
i.
যদি অনন্তকাল প্রসারিত হয় তবে তা হবে অসীম বিশ্ব।
ii.
যদি সংকোচন শুরু হয়, তবে তা হবে সসীম
বিশ্ব।
মহাবিস্ফোরণ তত্ত্ব (Big Bang Theory)