ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়ে নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলির পরিচয় দাও।
নদীর ক্ষয়কার্যের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রকার ভূমিরূপ সৃষ্টি হয়।
যেমন-
1. যৌবন পর্যায়ে সৃষ্ট ভূমিরূপ
গিরিখাত ও ক্যানিয়ন: স্বাভাবিক ক্ষয়চক্রের যৌবন পর্যায়ে নদীর ঢাল বেশি থাকে। তাই নদী দুরন্ত গতিতে
নিম্নক্ষয় করে এগিয়ে চলে। ফলে নদী-উপত্যকা সংকীর্ণ ও গভীর হয়। উপত্যকাটি ‘I' আকৃতির রূপ নেয়। আবহবিকার, ধস ও জলপ্রবাহের ফলে এই ‘I’ আকৃতির উপত্যকার দুই পাড় বিস্তৃত হয়ে ‘v’ আকৃতির উপত্যকা গঠন করে। নদী উপত্যকা ভীষণ গভীর ও সংকীর্ণ হয়ে গিরিখাত সৃষ্টি করে। এই পর্যায়ে নদীর ঢাল অত্যন্ত বেশি থাকে বলে এর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়। ক্রমাগত নিম্নক্ষয়ের ফলে এই অঞ্চলে খাড়াপাড়যুক্ত গভীর গিরিখাত সৃষ্টি হয়। শুষ্ক অঞলের মধ্য দিয়ে প্রবাহিত নদী অত্যন্ত গভীর ও সংকীর্ণ গিরিখাত সৃষ্টি করে, একে ক্যানিয়ন বলে। শুষ্ক অঞ্চলে বৃষ্টিপাতের অভাবে পার্শ্বক্ষয় বিশেষ হয় না, কিন্তু নিম্নক্ষয় হয় সর্বাধিক। আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমের শুষ্ক অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত কলােরাডাে নদী পৃথিবীর গভীরতম ক্যানিয়ন গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টি করেছে।
শৃঙ্খলিত বা আবদ্ধ শৈলশিরা: পার্বত্য অঞ্চলে শৈলশিরাগুলি উপত্যকার দিকে নেমে এলে নদী শৈলশিরার বাধা এড়িয়ে এঁকেবেঁকে প্রবাহিত হয়। তাই মনে হয় শৈলশিরাগুলি শৃঙ্খলিত বা আবদ্ধ অবস্থায় আছে। একে আবদ্ধ শৈলশিরা বলে। দার্জিলিং হিমালয়ে বহু শৃঙ্খলিত শৈলশিরা দেখা যায়।
শৃঙ্খলিত বা আবদ্ধ শৈলশিরা |
জলপ্রপাত: নদীর গতিপথে জলতলের আকস্মিক উল্লম্ব বা প্রায় উল্লম্ব পতনকে জলপ্রপাত বলে। এই পর্যায়ে নদী-ঢালের পরিবর্তনের ফলে প্রবল জলরাশি খাড়া ঢালের নীচে নেমে এলে জলপ্রপাত সৃষ্টি হয়। দক্ষিণ আমেরিকার সাল্টো অ্যাঞ্জেল (980 মি) পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। প্রবল জলধারা বা নদী পরপর কয়েকটি জলপ্রপাত সৃষ্টি করে নীচের দিকে নেমে এলে তাকে শ্রেণিবদ্ধ জলপ্রপাত বা ক্যাটার্যাক্ট বলে। একাধিক ছোটো ছোটো জলপ্রপাত সৃষ্টি করে নদী প্রবাহিত হলে যে সারিবদ্ধ ক্ষুদ্রাকার জলপ্রপাত সৃষ্টি হয়, সেগুলিকে ক্যাসকেড বা নিপর বলে। নদীর স্বাভাবিক গতির চেয়ে সামান্য তীব্রগতিতে সিঁড়ির মতো ছটো ছোটো ধাপে নীচের দিকে নেমে এলে তাকে খরস্রোত বলে।
জলপ্রপাত |
মন্থকূপ বা পটহোল : নদীর গতিপথে কোমল শিলা অবস্থান করলে নদীবাহিত কঠিন শিলাখণ্ডের আঘাতে ঐ কোমল শিলায় গর্তের সৃষ্টি হয়। পরবর্তীকালে বিভিন্ন আকৃতির শিলাখণ্ডসহ জল ওই গর্তে আবর্তিত হয়ে গভীর গর্তের সৃষ্টি করে। নদীগর্ভে এইরূপ গর্তবিশিষ্ট ভূমিরূপকে মন্থকূপ বা পটহােল বলে। দক্ষিণ আফ্রিকার ব্লাইড নদী উপত্যকার তলদেশে অনেক মন্থকূপ দেখা যায়।
পরিণত পর্যায়ে সৃষ্ট ভূমিরূপ:
পরিণত অবস্থায় জলবিভাজিকার শীর্ষদেশ সুতীঘ্ন হয়। এই পর্যায়ে নদীর ঢাল পর্যায়িত অবস্থায় পৌঁছোয় বলে পূর্বের জলপ্রপাত, হ্রদ, জলাভূমি প্রভৃতি লুপ্ত হয়।
পলল ব্যজনী ও পলল শঙ্কু: এই পর্যায়ে নদীর ঢাল ও গতিবেগ কমে যায় বলে নদীবাহিত শিলাখণ্ড, নুড়ি, বালি, কর্দম প্রভৃতি পাদদেশে সঞ্চিত হয়ে পলল ব্যজনী ও পলল শঙ্কু গঠন করে। পলল শঙ্কু ও পলল ব্যজনী অর্ধবৃত্তকার হয়। এদের নীচের অংশ বেশ চওড়া কিন্তু ওপরের অংশ ক্রমশ সরু হয়ে শঙ্কুর আকার ধারণ করে। পলল ব্যজনী সাধারণত অতি সুক্ষ পদার্থ দ্বারা গঠিত হয়। তাই এর বেধ কম, কিন্তু পলল শঙ্কু বড়ো বড়ো শিলাখণ্ড, নুড়ি, কাঁকর ও বালুকণা দ্বারা গঠিত হয়।
প্লাবনভূমি ও স্বাভাবিক বাঁধ: এই পর্যায়ে প্লাবনভূমি উপত্যকার সিংহভাগ জুড়ে অবস্থান করে। নদীর ঢাল কমে যাওয়ায় নদীর বহন ক্ষমতা কমে যায়। তাই জলের সঙ্গে বাহিত পদার্থসমূহ সঞ্চিত হয়ে প্লাবনভূমি সৃষ্টি করে। আবার, নদীর দুকূলে বাহিত পদার্থসমূহ সঞ্চিত হয়ে বাঁধের আকৃতির যে ভূমিরূপ গঠন করে তাকে স্বাভাবিক বাঁধ বলে।
নদীচর বা নদীদ্বীপ; নদীর ঢাল কমে যাওয়ায় নদীর বহন ক্ষমতা কমে যায়। ফলে, নদীবাহিত পদার্থসমূহ নদীগর্ভে ক্রমাগত সঞ্চিত হয়ে চর বা চড়ার সৃষ্টি হয়। নদীর চড়ায় বারংবার পলি সঞ্চয়ের ফলে চড়াগুলি উঁচু হয়ে দ্বীপে পরিণত হয়। নদীগর্ভে অসংখ্য চর বা দ্বীপ থাকলে নদী এঁকেবেঁকে প্রবাহিত হয়। অসমের ব্ৰহ্মপুত্র নদীর গতিপথে গড়ে ওঠা মাজুলি দ্বীপটি বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ।
নদীচর |
বার্ধক্য পর্যায়ে সৃষ্ট ভূমিরূপ
প্লাবনভূমি ও স্বাভাবিক বাঁধ: এই পর্যায়ে নদীর ঢাল ভীষণভাবে কমে যায়। ফলে নদীর বহন ক্ষমতাও কমে যায়। তাই নদীবাহিত পদার্থসমূহ দীর্ঘদিন ধরে নদীখাতে সঞ্চিত হয়ে নদীখাতকে ভরাট করে তােলে। নদীর দুকুল বরাবর বালি সঞ্চিত হয়ে বাঁধের আকারে যে দীর্ঘ ভূমিরূপ গড়ে ওঠে তাকে স্বাভাবিক বাঁধ বলে। বন্যার সময় নদীতে জলের পরিমাণ বেড়ে গেলে অগভীর নদীখাত দিয়ে ওই জল প্রবাহিত হতে পারে না। অতিরিক্ত জল দুকূল পার্শ্ববর্তী উপত্যকায় ছড়িয়ে পড়ে। জলের সঙ্গে বাহিত পদার্থ সঞ্চিত হয়ে প্লাবনভূমি গড়ে ওঠে।
নদীচর ও নদীদ্বীপ: নদীবাহিত পদার্থসমূহ নদীখাতে ক্রমাগত সঞ্চিত হয়ে চর বা চড়ার সৃষ্টি হয়। চড়াগুলিতে বারবার পলি সঞ্চিত হয়ে উঁচু হয়ে দ্বীপে পরিণত হয়।
নদীবাঁক: নদী চলার পথে বাধা পেলে এঁকেবেঁকে প্রবাহিত হয়। জলস্রোত নদীবাঁকের যে অংশে আঘাত করে সেখানে ক্ষয় হয় এবং বিপরীত অংশে পলি সঞ্চিত হয়ে বিন্দুবার সৃষ্টি করে। ধারাবাহিকভাবে নদীতে ক্ষয় সঞ্চয়ের ফলে নদীতে অসংখ্য নদীবাঁক সৃষ্টি হয়।
অশ্বক্ষুরাকৃতি হ্রদ: নদী খুৰ এঁকেবেঁকে প্রবাহিত হয়। পরপর দুটি নদীবাঁকের মধ্যবর্তী অংশ সংকীর্ণ হয়ে পড়ে। ফলে পরবর্তীকালে নদীৰাঁক সংযুক্ত হলে নদী বাঁকা পথে ছেড়ে সোজাপথে চলে। ফলে পরিত্যক্ত নদীবাঁকটি অশ্বের ক্ষুরের আকার ধারণ করে। একে অশ্বক্ষুরাকৃতির হ্রদ বলে।
অশ্বক্ষুরাকৃতি হ্রদ |
পেনিপ্লেন ও মোনাডনক: ক্ষয়চক্রের অন্তিম পর্যায়ে নদীর ক্ষয়কার্যের ফলে বিস্তীর্ণ অঞল ক্ষয়ের শেষ সীমায় বা তার কাছাকাছি অবস্থান করলে বৈচিত্র্যহীন সমপ্রায়ভূমি সৃষ্টি হয়। একে পেনিপ্লেন বলে। এই সমপ্রায় ভূমিতে ছড়িয়ে-ছিটিয়ে কিছু ক্ষয়প্রতিরােধী শিলায় গঠিত স্বল্প উঁচু টিলা বা পাহাড় দেখা যায়। এই পাহাড় বা টিলাকে মোনাডনক বলে।
- স্বাভাবিক ক্ষয়চক্রের পূর্বশর্ত | এল. সি. কিং এর মরু অঞ্চলের ক্ষয়চক্র তত্ত্ব বা পেডিপ্লেন গঠন তত্ত্ব |
- ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়ে নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলির পরিচয় দাও ।
- ভূমির পুনর্যৌবন লাভ (Rejuvenation of land forms) | পুনর্যৌবন লাভ এর ফলে গঠিত ভূমিরূপ গুলি কি কি?
- স্বাভাবিক ক্ষয়চক্রের ব্যাঘাত বা বাঁধা (Interruption of Fluvial Cycle)
- ডেভিস বর্ণিত স্বাভাবিক ক্ষয়চক্র বিবরণ অথবা ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়ে উদ্ভূত ভূমিরূপ
- স্বাভাবিক ক্ষয়চক্র কাকে বলে? নদীর ক্ষয়চক্রকে স্বাভাবিক ক্ষয়চক্র বলার কারন | ডেভিসের ক্ষয়চক্রের শর্তাবলী
- মরু ক্ষয়চক্রের বর্ণনা দাও অথবা মরু ক্ষয়চক্র সম্পর্কে ডেভিসের ধারনা
- মরু ক্ষয়চক্র বা শুষ্কতার ক্ষয়চক্র (Arid cycle of Erosion) কী? শুষ্ক ক্ষয়চক্রের আদর্শ অবস্থা গুলি কী কী?
- ক্ষয়চক্র কাকে বলে? ক্ষয়চক্রের শ্রেণীবিভাগ করো | ক্ষয়চক্রের নিয়ন্ত্রক বা ডেভিসের ত্রয়ী ব্যাখ্যা করো।
- হ্ময়চক্র (Cycle of Erosion) সম্পর্কে বিস্তারিত আলোচনা |
- ক্ষয়চক্র থেকে সমস্ত MCQ এবং SAQ |