1 |
সময়কাল |
এটি বর্ণিত হয় 1905 খ্রিস্টাব্দে। |
কিং এর পাদসমতলীকরণ মতবাদটি প্রবর্তিত হয় 1948 খ্রিস্টাব্দে। |
2 |
অঞ্চল |
তাঁর মতে শুষ্ক পর্বতবেষ্টিত অববাহিকা (বোলসন) ও উচ্চ মালভূমিতে শুষ্ক হয় ক্ষয়চক্র। |
ইনসেলবার্জ বেষ্টিত সমতল ও আবহবিকারস্ত শিলা চূর্ণে গঠিত ভূভাগে ঘটে। |
3 |
অবশিষ্ট পাহাড় |
তিনি অবশিষ্ট পাহাড় বা টিলাগুলিকে নামকরণ করেন মোনাডনক। |
অবশিষ্ট পাহাড় কে ইনসেলবার্জ বলেছেন। |
4 |
প্রক্রিয়া |
তাঁর মতে পেডিমেন্ট গঠনের মূল প্রক্রিয়া হল ঢালের অবনমন। |
কিং বলেন ঢালের পশ্চাদ অপসারণ পেডিমেন্ট সৃষ্টির মূল কারণ। |
5 |
অন্তিম ভূমি |
ভূমিভাগের বেশিরভাগ অংশ প্রায় সমতলভাগে পরিণত হয়, ডেভিস নাম দেন পেডিপ্লেন (Pediplain) |
তিনি পেডিমেন্ট সংযুক্তিতে সৃষ্ট সমতল ভূমিকে পাত সমতল বা Pedi plain বলেছেন। |
6 |
ভূমিরূপ সৃষ্টির শক্তি |
মহীভাবক ও গিরিজনি আলোড়নকে প্রাধান্য দেয়। |
সিমাটোজেনি শক্তিতে প্রাধান্য দেয়। |
7 |
ভূঢাল |
ডেভিস কোনোরূপ ভূমি ঢালের উল্লেখ করেননি। |
ওয়াক্সিন শ্লোপ ও ওপেনিং স্লোপের উল্লেখ করেন। |
8 |
পর্যবেক্ষিত অঞ্চল |
তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম মালভূমির উপর মরু ক্ষয়চক্র দেন। |
দক্ষিণ আফ্রিকার মরু ও সাভানা অঞ্চলে ভূমিরূপ গবেষণায় তাঁর তত্ত্ব দেন। |