1 |
প্রবক্তা |
ডব্লিউ এম ডেভিস তাঁর স্বাভাবিক ক্ষয়চক্রে এর ধারণা দেন। |
এল সি কিং শুষ্কতার ক্ষয়চক্রের ধারণা দেন |
2 |
নামকরণ |
ল্যাটিন শব্দ "peni"এর অর্থ "প্রায়"এবং "plain"(সমভূমি) অর্থাৎ Peneplain বা সমপ্রায় ভূমি। |
জার্মান শব্দ "pedi" অর্থ পাদদেশ, "plain" অর্থ সমভূমি অর্থাৎ "pediplain" হলো পাদদেশীয় সমভূমি। |
3 |
অঞ্চল |
আদ্র জলবায়ু অঞ্চলে ইহা সৃষ্টি হয়। |
শুষ্ক মরু বা মরুপ্রায় অঞ্চলে। |
4 |
সূচনা |
জলধারা ও নদীর কার্যে ইহা সৃষ্টি হয়। |
মূলত বায়ুর কার্যে। |
5 |
ঢাল |
এই ভূমি কচ্ছপের পিঠের মতো উত্তল ঢাল যুক্ত। |
কিছুটা অবতল প্রকৃতির ঢাল যুক্ত। |
6 |
উচ্চতা |
ইহা সমুদ্রতলের প্রায় কাছাকাছি উচ্চতায় অবস্থান করে। |
সমুদ্রতল থেকে অনেক উঁচুতে। |
7 |
পাহাড় |
এর উপর অনুচ্চ অবশিষ্ট পাহাড় বা মোনাডনক অবস্থান করে। |
এর উপর অবশিষ্ট পাহাড় গুলোকে ইনসেলবার্জ ও বোনহার্ট বলে। |
8 |
বিস্তৃতি |
ইহা সাধারণত স্বল্প স্থান জুড়ে অবস্থান করে। |
পাশাপাশি অবস্থিত একাধিক পেডিমেন্টের পারস্পরিক সংযোগে বিস্তীর্ণভাবে অবস্থান করে। |
9 |
নদীর ভূমিকা |
এর উপর দিয়ে প্রবাহিত নদীগুলি অনুগামী ও পরবর্তী প্রকৃতির। |
শুধুমাত্র অনুগামী প্রকৃতির। |
10 |
নদীর পতন |
এর উপর দিয়ে প্রবাহিত সব নদী সমুদ্রের উপর দিয়ে পতিত হয়। |
সব নদী কেন্দ্রীয় হ্রদে পতিত হয়। |
11 |
জলনির্গম প্রণালী |
নদীগুলি কেন্দ্রবহির্মুখী জলনির্গম প্রণালী গড়ে তোলে। |
এক্ষেত্রে কেন্দ্রমুখী। |
12 |
উপাদান |
ইহা মূলত নদীর পলি ও কাদার দ্বারা গঠিত হয়। |
ইহা বালি, নুড়ি, প্রস্তর খণ্ড, কাঁকর দ্বারা গঠিত হয়। |