চেম্বারলিন ও মুলটনের গ্রহ কণিকা তত্ত্ব বা গ্রহাণুতত্ত্ব বা আপাত সংঘর্ষ মতবাদটি ব্যাখ্যা করো |

চেম্বারলিন ও মুলটনের গ্রহ কণিকা তত্ত্ব বা গ্রহাণুতত্ত্ব বা আপাত সংঘর্ষ মতবাদ
চেম্বারলিন ও মুলটনের গ্রহ কণিকা তত্ত্ব

চেম্বারলিন ও মুলটনের গ্রহ কণিকা তত্ত্ব বা গ্রহাণুতত্ত্ব বা আপাত সংঘর্ষ মতবাদ

 

জনক: পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত গ্রহাণুতত্ত্ব উপস্থাপন করেন 1904 খ্রী বিজ্ঞানী টি.সি চেম্বারলিন ও এফ. আর মুলটন।

 

তত্ত্বের মূল কথা:

1. বুফনের ধুমকেতু মতবাদকে ভিত্তি করে

চেম্বারলিন ও মুলটন তাঁর গ্রহকণিকা মতবাদটি উল্লেখ করেন।

2. পৃথিবী বা গ্রহ-উপগ্রহ সৃষ্টির আগে সৌরজগৎ একটা জ্বলন্ত গ্যাসীয় পিন্ডের ন্যায় মহাশূন্যে অবস্থান করতো।

3. এই  গ্যাসীয় পিন্ডের বাইরে অনবরত বিস্ফোরণ ঘটত।

4. তাঁদের মতে সুদূর অতীতে এক বিশাল নক্ষত্র সূর্যের কাছাকাছি চলে আসে। ফলে-

5. আগন্তক নক্ষত্রের টানে সূর্যের উপর অংশ থেকে গ্যাসীয় পদার্থ ছিটকে বেরিয়ে আসে। এবং-

6. প্রবল গতিতে আগন্তক নক্ষত্রটি বহুদূর চলে যায়।

 

গ্রহের সৃষ্টি :

i. বড় নক্ষত্রের টানে সূর্য থেকে কিছু অংশ বিচ্ছিন্ন হয়।( যা সৌরমণ্ডলের মাত্র ১/৭০০ ভাগ)

ii. উক্ত অংশ অজস্র খন্ডে বিভক্ত হয়।

iii. একসময় বড়ো খন্ডগুলির সাথে ছোট খন্ড গুলি যুক্ত হয়। ফলে-

iv. টুকরো টুকরো অংশগুলি ক্রমশ এক কেন্দ্রীভূত হতে হতে গ্রহের সৃষ্টি করেছে। এ জন্য কোটি কোটি বছর সময় লেগেছিল।

 

উপগ্রহ সৃষ্টি:

i. অপেক্ষাকৃত ছোটো ছোটো পদার্থ গুলি গ্রহের আকর্ষনে নিজ নিজ কক্ষে আবর্তন করতে থাকে।

ii. এই খন্ড পদার্থ গুলি জমাটবদ্ধ হয়ে উপগ্রহে পরিণত হয় এবং গ্রহের চারদিকে ঘুরতে থাকে।

 

উল্কা সৃষ্টি:

i.মহাকাশে বাকি যে পদার্থ কণা রয়ে গেল যেগুলি ঘনাঙ্ক ও হিমাংক অনুযায়ী জমাটবদ্ধ হয়নি।

ii. এরা সৌরজগতে বিক্ষিপ্ত ও ইতস্তত ঘুরে বেড়াতে থাকে।

iii. এই বিক্ষিপ্ত টুকরোগুলি মহাকাশের উল্কাপিণ্ড।

iv. গ্রহের প্রবল আকর্ষণে পিণ্ডগুলি মহাকাশে ঝরে পড়ে, যাকে তারাখসা বলে।

 

সমালোচনা:

1. এই তত্ত্বে উপগ্রহ গুলির জন্মের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা মেলে না।

2. এদের তত্ত্ব থেকে পৃথিবীর বার্ষিক গতির উৎপত্তি সম্পর্কে জানা গেলেও আহ্ণিক গতির ব্যাখ্যা পাওয়া যায় না।

3. উপগ্রহ গুলির কক্ষপথে বৈষম্য কেন রয়েছে তা এই তত্ত্বে জানা যায় না।

4. এই তত্ত্বে সূর্য ও নক্ষত্র গুলির মধ্যে কৌণিক ভরবেগের বন্টনের সঠিক ব্যাখ্যা নেই।

5. সংঘর্ষের কারণে সৃষ্ট গ্রহ কণা একই দিকে কেন ঘূর্ণায়মান হয় তার ব্যাখ্যা পাওয়া যায় না।

6. নীহারিকার আকর্ষণে সূর্য থেকে বিচ্ছিন্ন হওয়া পদার্থ গুলির খণ্ড-খণ্ড অংশ এত সহজে জমাটবদ্ধ হয়ে গ্রহে পরিণত হওয়ার অবস্থা তৈরি করতে পারে না।

7. গ্রহগুলির আয়তন অনুসারে বন্টন এই তত্ত্বে উপেক্ষিত।

 

Post a Comment (0)
Previous Post Next Post

Random Products