ক্ষয়চক্র
ভূ-গাঠনিক প্রক্রিয়ায় সমুদ্রতল থেকে উত্থিত কোনো ভূভাগ পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে প্রাথমিক অবস্থা থেকে কতকগুলি নির্দিষ্ট অবস্থার মধ্য দিয়ে সমপ্রায় ভূমিতে বা সমুদ্রতলের উচ্চতায় পৌঁছায়। একে ক্ষয়চক্র বলে।
ক্ষয়চক্র |
W.M Davis-এর মতে- "Geographical Cycle is that period of time in which an uplifted land area through weathering and erosion is converted into a plain surface without any characteristics".
ভূবিজ্ঞানী জেমস হার্টন 1785 খ্রিস্টাব্দে ক্ষয়চক্র ধারণাটি প্রথম প্রবর্তন করেন। কিন্তু 1899 খ্রিস্টাব্দে মার্কিন ভূ-বিজ্ঞানী William Moris Davis ক্ষয়চক্রের বিজ্ঞানসম্মত ধারণাটি উপস্থাপন করেন। যাকে "Ideal Geographical Cycle of Erosion" বলে। "Erosion" শব্দটি "Erodery" (হ্ময় করা- to gnaw) বা "Erosus" (ক্রমে ক্রমে ক্ষয় হওয়া- to eat away) শব্দ থেকে আগত।
ক্ষয়চক্রের শ্রেণীবিভাগ:
ভূমিরূপ পরিবর্তনকারী প্রাকৃতিক শক্তির তারতম্য অনুসারে ভূপৃষ্ঠের 5টি প্রধান ক্ষয়চক্র দেখা যায়। যথা-
1. নদী দ্বারা নদীজ বা স্বাভাবিক ক্ষয়চক্র
2. বায়ু প্রবাহ দ্বারা শুষ্কতার ক্ষয়চক্র
3. সামুদ্রিক ক্ষয়চক্র
4. কাস্ট অঞ্চলের ক্ষয়চক্র
5. হিমবাহের ক্ষয়চক্র
ক্ষয়চক্রের নিয়ন্ত্রক/ ডেভিসের ত্রয়ী / "Landscape is a function of structure, process and stage"- ব্যাখ্যা করো।
1899 খ্রিস্টাব্দে W. M Davis স্বাভাবিক ক্ষয়চক্র (নদীর) বর্ণনা করতে গিয়ে "Landscape is a function of structure, process and stage" উদ্ধৃতিটির অবতারণা করেন। "ভূমিরূপ হল গঠন, প্রক্রিয়া ও পর্যায়ের সম্মিলিত ফল"। ক্ষয়চক্রের প্রকৃতি ও বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এই তিনটি নিয়ন্ত্রককে Trio of Davis (ডেভিসের ত্রয়ী) বলে। এক্ষেত্রে-
1. গঠন-- ভূমিরূপের গঠন বলতে তিনি শিলার প্রবেশ্যতা, কাঠিন্য, নতি, ভাঁজ, চ্যুতি, দারণ, ফাটল, শিলা লক্ষণকে বোঝান। ভূমিরূপের গঠনভেদে ক্ষয়চক্রের পার্থক্য দেখা যায়।
2. প্রক্রিয়া- প্রক্রিয়া হল সেইসকল প্রাকৃতিক শক্তি, যেগুলি ভূমিরূপ পর্যায়নে অংশগ্রহণ করে। যেমন- নদী, জলধারা, হিমবাহ, সমুদ্রতরঙ্গ, বায়ু।
3. পর্যায়ন- ভূমিরূপ বিবর্তনের মোট সময়কে Davis কতকগুলি ভাগে ভাগ করেন। এক একটি ভাগকে পর্যায়ে বলে। ক্ষয়চক্রের প্রথম পর্যায়কে তিনি 3টি সাধারণ পর্যায়ে ভাগ করেন-
ক. যৌবন পর্যায়
খ. পরিণত পর্যায় বা পৌঢ় পর্যায়
গ. বার্ধক্য বা অন্তিম পর্যায়
- স্বাভাবিক ক্ষয়চক্রের পূর্বশর্ত | এল. সি. কিং এর মরু অঞ্চলের ক্ষয়চক্র তত্ত্ব বা পেডিপ্লেন গঠন তত্ত্ব |
- ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়ে নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলির পরিচয় দাও ।
- ভূমির পুনর্যৌবন লাভ (Rejuvenation of land forms) | পুনর্যৌবন লাভ এর ফলে গঠিত ভূমিরূপ গুলি কি কি?
- স্বাভাবিক ক্ষয়চক্রের ব্যাঘাত বা বাঁধা (Interruption of Fluvial Cycle)
- ডেভিস বর্ণিত স্বাভাবিক ক্ষয়চক্র বিবরণ অথবা ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়ে উদ্ভূত ভূমিরূপ
- স্বাভাবিক ক্ষয়চক্র কাকে বলে? নদীর ক্ষয়চক্রকে স্বাভাবিক ক্ষয়চক্র বলার কারন | ডেভিসের ক্ষয়চক্রের শর্তাবলী
- মরু ক্ষয়চক্রের বর্ণনা দাও অথবা মরু ক্ষয়চক্র সম্পর্কে ডেভিসের ধারনা
- মরু ক্ষয়চক্র বা শুষ্কতার ক্ষয়চক্র (Arid cycle of Erosion) কী? শুষ্ক ক্ষয়চক্রের আদর্শ অবস্থা গুলি কী কী?
- ক্ষয়চক্র কাকে বলে? ক্ষয়চক্রের শ্রেণীবিভাগ করো | ক্ষয়চক্রের নিয়ন্ত্রক বা ডেভিসের ত্রয়ী ব্যাখ্যা করো।
- হ্ময়চক্র (Cycle of Erosion) সম্পর্কে বিস্তারিত আলোচনা |
- ক্ষয়চক্র থেকে সমস্ত MCQ এবং SAQ |