অন্তঃস্থ গ্রহ ও বহিঃস্থ গ্রহের মধ্যে পার্থক্য লেখ | Evs Pedia |


অন্তঃস্থ গ্রহ ও বহিঃস্থ গ্রহের মধ্যে পার্থক্য লেখ।

# বিষয় অন্তঃস্থ গ্রহ বহিঃস্থ গ্রহের
1 আকার আয়তনে অনেক ছোটো। অনেক বড়।
2 দূরত্ব সূর্য থেকে এদের দূরত্ব কম। সূর্য থেকে এদের দূরত্ব বেশি।
3 পারস্পরিক দূরত্ব এদের পারস্পরিক দূরত্ব কম। এদের পারস্পরিক দূরত্ব অনেক বেশি।
4 কক্ষপথ এদের কক্ষপথের দৈর্ঘ্য ছোটো। এদের কক্ষপথের দৈর্ঘ্য সুদীর্ঘ।
5 উষ্ণতা সূর্যের কাছে থাকায় উষ্ণতা অধিক। দূরে থাকায় খুব শীতল।
6 উপগ্রহ এদের উপগ্রহ সংখ্যা দু'একটি বা নেই। এদের উপগ্রহ অনেক, বৃহস্পতির 63টি।
7 পদার্থ এরা সকলে কঠিন পাথরে গঠিত। হাইড্রোজেন, হিলিয়াম,অ্যামোনিয়া, মিথেন গ্যাসে গঠিত।
8 উদাহরণ বুধ ,শুক্র, পৃথিবী, মঙ্গল (4টি) বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন ও 5টি বামন গ্রহ (মোট 9টি)।
Post a Comment (0)
Previous Post Next Post

Random Products